প্রশ্ন ও উত্তর ২

মাননীয় প্রধান মুফতী সাহেব দা.বা.

জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদরাসা

মিরপুর-১৩, ঢাকা-১২১৬।


জনাব,

        আমি মো.ফিরোজ হোসেন আর আমার স্ত্রী মোছা.মুন্নি পারভীন আমরা দাম্পত্য জীবনে নিজেদের মাঝে বনিবনা না হওয়ায় উভয় একসাথে কাজির কাছে গিয়ে খোলা তালাকের আবেদন করি। তখন কাজি সাহেব খোলা নামায় নিজের মতো করে লিখা লিখি করে আমাদের স্বাক্ষরের স্থলে শুধু স্বাক্ষর করতে বলে। ফলে আমরা উভয়ে যথা স্থানে শুধু স্বাক্ষর করি। মৌখিকভাবে স্বামী স্ত্রী কেউ তালাক সংক্রান্ত কোন কিছু উচ্চারণ করিনি। কাজির নিয়ম অনুযায়ী আমাদের মাঝে খোলা তালাক কার্যকর হওয়ার ১০ মাস পর আমরা আবার এক সাথে সংসার করার ইচ্ছা পোষণ করছি। এখন কিভাবে আমরা একসাথে সংসার করতে পারি। কুরআন সুন্নাহর আলোকে আমাদের নির্দেমনা প্রদান করে কৃতজ্ঞ করবেন।

বিঃ দ্রঃ প্রশ্নের সাথে খোলা নামার ফটোকপি সংযুক্ত করে দেওয়া হলো।

الجواب باسم ملهم الصدق والصواب

প্রশ্ন ও খোলা নামার বিবরণ অনুযায়ী আপনার ও আপনার স্ত্রীর উপর কোন তালাক পতিত হয়নি। সে হিসেবে আপনার সাথে আপনার স্ত্রীর বিবাহ বন্ধন এখনও বহাল আছে। তাই আপনারা স্বামী স্ত্রী হিসাবে স্বাভাবিকভাবে সংসার করতে পারবেন। তাতে শরয়ী দৃষ্টিতে কোন সমস্যা নেই।

বিঃদ্রঃ বিবাহ মানে স্বামী স্ত্রী এক সাথে থাকার একটি বন্ধন। আর এক সাথে থাকতে হলে অনেক সময় ঝগড়া কথা কাটাকাটি ইত্যাদি হয়ে যায়। এই ক্ষেত্রে উচিৎ হলো একে অপরকে একটু মেনে নেওয়া, একটু ছাড় দেওয়াو আর এটা মোটেও উচিৎ নয় যে, এই ঝগড়ার লেশ ধরে তালাক পর্যন্ত যাওয়া। কেননা তালাক কাজটি ইসলামী শরীয়তে বৈধ কাজগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট।

الادلة الشرعية

قوله تعالى-فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجاغيره)سورة البقرة)23

Share :

Add New Comment

 Your Comment has been sent successfully. Thank you!   Refresh
Error: Please try again