প্রশ্ন ও উত্তর ১
বরাবর,
প্রধান মুফতী
ফাতওয়া বিভাগ
জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম (মাদরাসা ও এতীমখানা)
থানা-কাফরুল, মিরপুর-১৩, ঢাকা-১২১৬।
বিষয়ঃ- তালাক সংক্রান্ত ফাতওয়া প্রসংগে।
জনাব,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! (কোন কিছু গোপন না করে বিস্তারিতভাবে আমার পক্ষে যথা সম্ভব সঠিকভাবে ঘটনাটি পেশ করছি)।
ঘটনা-১ঃ- ঝগড়ার একপর্যায়ে স্বামী বলেন “আজ থেকে তোমার সাথে আমার কোনও সম্পর্ক নাই” একপর্যায়ে স্ত্রী বলেন “আমি তোমার কাছে ঠ্যাকা না” স্বামী বলেন, “ঠ্যাকা না, তুমি ফ্রি, তুমি ফ্রি”। এই শব্দগুলো ক্ষতিকর বা কিনায়া তালাকের অর্থ বহন করে তা আমরা তখন জানতাম না। জানার পর, স্বামী আমাকে বারবার নিশ্চিত করে বলেছেন যে তালাক দেওয়ার কোনো নিয়ত তার ছিলনা, বলেছেন তিনি তালাকের কথা চিনতাও করেননি। ‘ফ্রি’ বলতে মানুষের যে স্বাধীন ইচ্ছা বা Freewill তা বুঝিয়েছেন। তালাক, ডিভোর্স, ছেড়ে দেওয়া এরূপ শব্দ তিনি ব্যবহার করেননি এবং “ঠ্যাকা না” বলতে স্ত্রী তালাক চান বা ঐরূপ উদ্দেশ্য করেননি। উল্লেখ্য, কাবিন নামার ১৮ নং অনুচ্ছেদে আমাকে শর্ত সাপেক্ষে বিচ্ছেদের অনুমতি দিয়েছে যথা:- স্বামী নিরুদ্দেশ, উন্মাদ, কারারূদ্ধ হলে বা খোরপোশ না দিলে। আমি অনলাইনে তালাক সংক্রান্ত বহু ফতওয়া ও মাসআলাহ পড়েছি-এত বেশি টেনশন করেছি যে আমার মানুসিক অবস্থার করুন দশা হয়েছে। মাথায় ২৪ ঘন্টাই তালাক নিয়ে সন্দেহ হচ্ছে।
ঘটনা-২ঃ- আরও আগের একটি ঝগড়ায় আমি বলেছিলাম “আমি তোমার সাথে থাকবো না” সে বলেছিলো আচ্ছা যাও/যেয়ো (সে আসলেই একথা বলেছিলো কিনা নিশ্চিত নই) মনে পড়ছে না সঠিক। যে কোন ফাক ফোকরে তালাক হয়েছে কি না? কবে কখন কি বলেছি-আমার স্বামীর নিয়ত-সবকিছু নিয়ে সব সময় ভাবতে ভাবতে আমি অসুস্থ হযে যাচ্ছি।
ঘটনা-১ উল্লেখপূর্বক একজন মুফতীর সাথে কথা বলি, তিনি রাগের মাথায় ‘ফ্রি’ শব্দটিকে তালাক সাব্যস্ত করেছেন। তবে একাধিক কিনায়া শব্দের জন্য ১বার তালাক বহন হয়েছে বলেন। আরও বলেন, একসাথে থাকতে হলে বিবাহ নবায়ণ করতে হবে। আমরা নবায়ন করি। আমাদের প্রথম বিবাহ পারিবারিকভাবে হয়েছিল তবে নবায়নের ঘটনা কোনো পরিবারই জানে না। এছাড়া আমি অনলাইনে লিখিত প্রশ্ন করেছিলাম (আস সুন্নাহ ফাউন্ডেশন)। তারা বলেছেন, নিয়ত না থাকায় তালাক হয়নি। ভিন্ন ভিন্ন ফাতওয়ার জন্য আমার মনে কিছু প্রশ্ন জেগেছে। দয়া করে উত্তর দিবেন।
(০১) ঘটনা ০১ ও ০২ বর্ণনা অনুযায়ী, আমাদের কখনো তালাক হয়েছে কি না? যদি হয়ে থাকে কত তালাক হয়েছে?
(০২) বিবাহের বর্তমান অবস্থা কি? মেয়ের অভিভাবক ছাড়া বিবাহ নবায়ন বাতিল হবে কি না?
(০৩) ঘটনা-০১ নিশ্চিত সব মনে আছে। কিন্তু ঘটনা ০২ মূলত অনেক পরে মনে উদয় হয়েছে। বিশেষত তালাক নিয়ে ঘাটঘাটি করার পর। সেক্ষেত্রে ঘটনা ০২ এর বর্ণনা ১০০% সঠিক মনে নেই। সন্দেহে পতিত হবার জন্য কি করণীয়?
(০৪) একাধিক কিনায়া শব্দ (যদি নিয়তসহও বলে থাকে) এক বৈঠকে কত তালাক পতিত করে?
(০৫) যদি আমাদের বিবাহ কার্যকর না থাকে তবে:- (ক) শরিয়ত সম্মতভাবে এক সাথে থাকতে আমাদের করণীয় কি? যদি কার্যকর থাকে তবে:-(খ) নির্ভরযোগ্য ফাতওয়া বিভাগের সিদ্ধান্ত মেনে নিশ্চিন্তে সংসার করা আমার জন্য (পরকাল বিবেচনায়) যথেষ্ট কি না?
জাযাকাল্লাহু খাইরান
বিনীত
জান্নাত আরা
01531743287, 01734993884
حامداو مصليا ومسلما اما بعد
উত্তরঃ- প্রশ্নে বিবরণ অনুযায়ী আপনার স্বামী কর্তৃক এ কথা বলা যে, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি ফ্রি, তুমি ফ্রি, বলার সময় এগুলোযে, কিনায়া তালাকের শব্দ তা জানা না থাকাই ভালো এবং এগুলো দ্বারা তালাকের কোন নিয়ত না থাকায় আপনার উপর কোন তালাক পতিত হয়নি। সে হিসেবে আপনার প্রথম বিবাহই এখনো বহাল আছে এবং শরয়ীভাবে আপনারা পরস্পর স্বামী-স্ত্রী। দ্বিতীয় বিবাহটার কোন কার্যকারিতা নেই।
বি:দ্র: ভবিষ্যতে এমন বক্তব্য হতে বিরত থাকা কর্তব্য।
ادلة الشرعية
Add New Comment